রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ /
রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বুধবার (১৪ মে) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’’ প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

প্রধান অতিথির বক্তৃতায় আফিয়া আখতার বলেন, প্রত্যেকটি নারীর পথচলা সহজ নয়। সেই জন্য কোনো নারী যখন কোনো কাজে উদ্যোগী হয় সেই উদ্যোগকে আরও একটু এগিয়ে নিতে সহযোগিতা করতে সরকারের এই প্রকল্প। আপনাদের কাজে অনেক প্রতিবন্ধকতা আসবেই সেটাকে জয় করে এগিয়ে যেতে হবে। হাল ছাড়া যাবে না।

জেলা প্রশাসক বলেন, কোনো কাজে লজ্জা পাওয়া যাবে না। লজ্জা আপনাকে পেছনে ফেলে দিবে। আপনি যখন আর্থিকভাবে বিপদে পড়বেন তখন কেউ এগিয়ে আসবে না কিন্তু আপনাকে দুইটি কথা বলে পিছিয়ে দেওয়ার অনেকেই থাকবে। এই কথা গুলো না শোনার আহ্বান জানান তিনি ।

প্রশিক্ষণ সম্পন্নকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাধ্যমে উদ্যোক্তা তথা উদ্যোক্তা সমাজ সম্প্রসারিত হোক। সকলকে চমৎকারভাবে বাস্তব জীবনে কাজ করার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন ও টুকটুক তালুকদার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম ও প্রশিক্ষণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, নারী উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট এবং প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেন জেলা প্রশাসক।