শাহবাগ অবরোধ করে চাকরিপ্রত্যাশীদের ৮ দাবি


editor প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ /
শাহবাগ অবরোধ করে চাকরিপ্রত্যাশীদের ৮ দাবি

অনলাইন ডেস্ক : সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন তারা। পরে মানবপ্রাচীর তৈরি করলে পুরো মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চাকরিপ্রত্যাশীরা জুলাইয়ের অঙ্গীকার, পিএসসির সংস্কার, যদি হয় প্রশ্নফাঁস, পড়ব কেন বারো মাস-সহ বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা।

গত ২৪ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন কয়েকজন চাকরিপ্রত্যাশী। পিএসসি সংস্কারের দাবিতে সরকারকে দেওয়া আল্টিমেটামের শেষ দিন ছিল আজ (রোববার)।

আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন— ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি, প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ, নিয়োগ জট নিরসন এবং ৪৪তম বিসিএসের ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণ।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে পিএসসির সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে বৃদ্ধি করা।