স্টাফ রিপোর্টার : ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে, রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করেন।
সোমবার (সকাল ১১টার দিকে) শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ভবনের গেটে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়।
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী সালমান আহম্মেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ভবনের সামনে জড়ো হন এবং ভেতরে থাকা কর্মকর্তাদের ১০ মিনিট সময় দেন বেরিয়ে আসার জন্য। পরে তাঁদের বের হওয়ার পর গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রাজশাহী বিভাগের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটেও একই কর্মসূচি চলছে।
এর আগে, রোববার বিকেলে ইনস্টিটিউট মাঠে এক সমাবেশে এই তালা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার ও বুধবার শিক্ষার্থীরা রাজশাহীর রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা এবং দ্বিতীয় দিন আড়াই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হয়।
আপনার মতামত লিখুন :