মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি: নীলফামারী পুলিশ লাইন মাঠে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)তৃতীয় দিনে Physical Endurance Test (PET) পরীক্ষা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত তৃতীয় দিনের Physical Endurance Test (PET)-এর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তৃতীয় দিনে Physical Endurance Test (PET) পরীক্ষায় নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি এ.এফ.এম তারিক হোসেন খান, উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিনাজপুর; জনাব এ বি এম রশিদুল বারী, সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল গাইবান্ধা; জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারীসহ নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব সজীব কুমার বর্মন ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ।
পুলিশ সুপার মহোদয় তৃতীয় দিন নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান সেই সাথে দৃঢ় কন্ঠে বলেন, কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সুযোগ নেই। চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। তাই সকলকে ভালোভাবে লেখাপড়া করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ প্রদান করেন।
তথ্য- জেলা পুলিশ নীলফামারী
আপনার মতামত লিখুন :