বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরে যা বললেন জ্যোতি


editor প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ /
বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরে যা বললেন জ্যোতি

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে গতকাল থাইল্যান্ড নারী দলের ইনিংস শেষের পর আইসিসি ওয়েবসাইট থেকে জানানো হয়, ১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ১ ওভারে স্পর্শ করলেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বিশ্বকাপে। তবে সেটা ১১ ওভারেও নেয়া সম্ভব। সেজন্য শুরুতে ১৬৬ রান করতে হতো তাদের। এরপর ছক্কা হাঁকিয়ে ১৭২ রান করতে পারলে ১১ ওভারে ম্যাচ জিতেও বাংলাদেশকে ছাপিয়ে তারা যাবে বিশ্বকাপে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশই পেয়েছে বিশ্বকাপের টিকিট।

থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়ায় কঠিন সমীকরণও প্রায় মিলিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত রানরেটের মারপ্যাঁচে এগিয়ে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় পর টাইগ্রেসরা আজ সোমবার বিকেলে দেশে ফিরেছে।

দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে তিনি বলছিলেন, ‘আমরা প্রথমদিকে ভালোই করেছিলাম। যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারব। শুরুতে আমরা ভালো চেষ্টা করেছি, তো স্টিল প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি। তবে দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল হিউজ। তো স্টিল তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।’

এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি আমাদের নারী দলকে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রমের জন্য কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

বিসিবি সভাপতি আরো বলেন, ‘ভারত বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি আমাদের খেলোয়াড়দের প্রস্তুতিতে মনোযোগী এবং শক্ত থাকতে জন্য অনুরোধ করছি। বিসিবি সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে। আপনারা যাতে সম্ভাব্য সেরা অবস্থায় টুর্নামেন্টে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করব। আমরা আপনাদের প্রতিভা ও সম্ভাবনার উপর বিশ্বাস রাখি এবং আশা করি আপানরা বিশ্ব মঞ্চে জাতিকে গর্বিত করবেন।’