নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান।
এ সময় সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বৃন্দ, নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রণব কুমার সাহা, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, বিএমডিএর সহকারী প্রকৌশলী হারুন আর রশীদ, প্রকল্প কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সকল সদস্য সন্ত্রাস ও নাশকতা, মাদক, মানব পাচার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :