বাগমারার ভবানীগঞ্জে লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা


editor প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ /
বাগমারার ভবানীগঞ্জে লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপি ভবানীগঞ্জ পৌরসভার পৌর উপশহর মাঠে ৪র্থ বার্ষিকী কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৮টি মাদ্রাসার ১২০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতাটি ৩টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মধ্যে থেকে সেরা ১১জন নির্বাচন করা হয়েছে।

১১ জনের মধ্য থেকে সেরা ৩ জনকে নির্বাচিত করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে পাহাড়পুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ সাকিন, দ্বিতীয় স্থান অর্জন করে দ্যা হলি কুরআন রআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মোঃ মুত্তাসিম মাহমুদ এবং তৃতীয় স্থান অর্জন করে হলি কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহিল কাফি।

সেরাদের লিজা এন্টারপ্রাইজের পক্ষ থেকে অর্থ, সনদপত্র ও টুপি প্রদান করা হয়। এছাড়াও সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

লিজা এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর কামরুজ্জামান হারুন, অধ্যাপক আব্দুল কুদ্দুস, শাপলা টেলিকম এর প্রোঃ আতাউর রহমান খয়বর।

বিচারকের দায়িত্ব পালন করেন, বালানগর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আতাউর রহমান, আব্দুল বারী, মনিরুজ্জামান, রাশেদুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।