যারা বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা-সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে: মাসুদ সাঈদী


editor প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ /
যারা বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা-সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে: মাসুদ সাঈদী

অনলাইন ডেস্ক : পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

মঙ্গলবার (১৮ মার্চ) পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের রাজনীতিক তথা সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। আওয়ামী লীগ আমাদের নির্বাচন করতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছে। জামায়াত ইসলামী আওয়ামী লীগ সরকারের সময়ের মতো সরকার বা বিরোধী দল চায় না। জামায়াত চায় দেশে জনগণের ম্যান্ডেট নেওয়া সরকার ও একটি শক্তিশালী বিরোধী দল থাকুক।’

সভায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে মাসুদ সাঈদী বলেন, ‘আমি বা আমাদের সংগঠন পরিবারতন্ত্রে বিশ্বাসী নই। পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করি না। সংগঠন যাকে যোগ্য মনে করে তাকেই মনোনয়ন দেয়। জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের দুটি আসনে মনোনয়নের ঘোষণা দিয়েছে।’

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, পিরোজপুর পৌর আমির মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।-ইত্তেফাক