স্টাফ রিপোর্টার : নগরীর বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: আফসার আলী নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার মৃত আহাদ বক্স মণ্ডলের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি আফসার আলীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৩টি জিআর ওয়ারেন্ট, ৬টি সিআর সাজা ওয়ারেন্ট ও ১টি সিআর ওয়ারেন্টসহ মোট ১০টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এসব মামলায় আসামি আফসার ৭ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক বছরের সাজাপ্রাপ্ত ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে বোয়ালিয়া থানা পুলিশ। গতকাল ১৭ মার্চ ২০২৫ রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি আফসার আলী বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের দিকনির্দেশনায় এসআই এসএম রকিবুর হক ও তাঁর টিম গতকাল দিবাগত রাত আড়াই টায় অভিযান পরিচালনা করে আসামি আফসার আলীকে কয়েরদাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :