অনলাইন ডেস্ক : অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের প্রাণঘাতি অভিযানের প্রাথমিক পর্যায়ের ঘোষণার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার গাজায় স্থায়ী ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
বাগদাদ থেকে এএফপি এই খবর জানায়।
বাগদাদে আরব লীগ শীর্ষ সম্মেলনে সমবেত নেতাদের উদ্দেশ্যে গুতেরেস বলেছেন, ‘আমাদের এখন প্রয়োজন একটি স্থায়ী যুদ্ধবিরতি।’
তিনি বলেছেন, ‘ইসরাইলের স্থল অভিযান এবং আরো অনেক কিছু সম্প্রসারণের পরিকল্পনার খবরে আমি গভীর উদ্বিগ্ন।’
আপনার মতামত লিখুন :