রাজশাহীতে নগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি


editor প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ /
রাজশাহীতে নগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল সংলগ্ন একটি পুকুর পরিষ্কার করে পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি-২০২৫-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। এ কর্মসূচির উদ্যোগ নেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

রাজশাহীতে সম্প্রতি মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলছে। এ অবস্থায় রাজশাহী বিএনপির যুবদল রবিবার (৪ মে) নগরবাসীর সুরক্ষায় সচেতনতামূলক এ কার্যক্রম গ্রহণ করে।

কর্মসূচির অংশ হিসেবে এলাকার আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয়। যুবদল নেতাকর্মীরা বলেন, এটি একদিনের কাজ নয়; আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপন।

এছাড়া ছাত্রদলের পক্ষ থেকেও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন চন্দ্রিমা থানাধীন ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন এবং রাজপাড়া থানাধীন ছাত্রদলের আহবায়ক তৌকির আহমেদ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে।”

আয়োজকরা জানান, তারা এ কর্মসূচিকে শহরজুড়ে ছড়িয়ে দিতে চান, যাতে রাজশাহী আবারও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়।