বাঘায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন


editor প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ /
বাঘায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

মোহা: আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘায় অনিয়ম,দুর্নীতি, সেচ্ছাচারীতা ও ঘুষ বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষককের বিরুদ্ধে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট মৌখিক অভিযোগ করেছেন তারা।

রোববার (০৪ মে-২৫) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান,উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হেলালপুর মুসার ঈদগাহ মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক দির্ঘদিন প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন। তিনি ইতি:পুর্বে অনেক অনিয়ম,দুর্নীতি ও ঘুষ বানিজ্য করেছেন। এছাড়া বিদ্যালয়ে উন্নয়নের কথা বলে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কয়েকটি পদে লোক নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। একারণে তাকে অপসারণের দাবিতে মানব বন্ধন করা হয়।

এ ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল খালেকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মৌখিক অভিযোগ করা হয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক আবদুল খালেক অনিয়ম,দুর্নীতি, সেচ্ছাচারী,ঘুষ বাণিজ্যে ও অর্থ আত্মসাৎ এর কথা অস্বীকার করে বলেন, নিয়োগ দিয়ে যে টাকা পেয়েছি সে টাকা দিয়ে প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। আমি মনে করি শিক্ষার্থীরা অযৌক্তিক দাবিতে সমাবেশ করেছে। তিনি আরও বলেন,কয়েকজন শিক্ষক ও অভিভাবক প্রতিহিংসা বশত অযৌক্তিক কারণে কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে প্লোভন দিয়ে আমার বিরুদ্ধে মানব বন্ধন করিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল। সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে পরামর্শ দেয়া হয়েছে।