সাংবাদিক আসলাম এর শশুর আলহাজ্ব আবুল মনছুর মেম্বার এর দাফন সম্পন্ন


editor প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ৪:১০ অপরাহ্ণ /
সাংবাদিক আসলাম এর শশুর আলহাজ্ব আবুল মনছুর মেম্বার এর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক আসলাম এর শশুর আলহাজ্ব আবুল মনছুর মেম্বার ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি——————রাজিউন)। মরহুমের ছেলে ওবায়দুল মেবার জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল-২৫) বেলা ১ টা ২০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

মরহুম আবুল মনছুর মেম্বার বেদুনদিয়া ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, বেদুনদিয়া মসজিদ, ঈদগাহ এবং রেজান নগর গোরস্থানের প্রতিষ্ঠাতা ছিলেন। দেশ স্বাধীনের আগে ও পরে ১০ বছর ইউপি সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন তিনি। বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী সাংগঠনের সাথে জড়িত থেকে দায়িত্ব পালন করে গেছেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী,চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব আবুল মনছুর মেম্বার ব্যক্তি জীবনে একজন হাস্যজ্জল, সদালাপি, পরোপকারী ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। মরহুমের জানাযা পুর্বে সৃতিচারণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের তালিমুল কোরআন বিভাগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী খান জুবায়ের, মাছদিয়া বাবুল উলুম ফাজিল মাদ্রাসার অব: অধ্যাক্ষ মাও: রফিক উদ্দীন খান, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম সাহিন, মুলাডুলি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এদিকে,তার মৃত্যুতে বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক ঈশ্বরদী পৌর মেয়র মখলেচুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু শোক প্রকাশ করেন এবং শকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ছাড়াও স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলাম, শিক্ষাবিদ, রাজনৈতিক, সমাজিক ও সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেন এবং শকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বৃহস্পতিবার ১০ঘটিকায় নেদুনদিয়া গোরস্থানে মরহুমের নামাজের জানাযা শেষে লাশ দাফন করা হয়।