নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ই সবচেয়ে বেশি হিন্দুদের জায়গা-জমিতে দখলদারিত্ব হয়েছে। ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল সেই সময় আমরা আপনাদেরকে পাহারা দিয়েছি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুরা সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন।
তিনি বলেন, ২০০৮ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত হিন্দুরা খুব কষ্টের মধ্যে ছিলেন। আমি, আমার দল, আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়া আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই। আমরা ভাই ভাই। আমরা ঐক্যবদ্ধভাবে নাটোরের সকল কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নাটোর শহরের পিলখানা স্বর্ণপট্টি এলাকায় শ্রী মন মহা প্রভুর বাৎসরিক ভোগ মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৫ আগস্ট হাসিনার পতনের পরে যখন সারাদেশে অস্থিরতা তখন নাটোরের হিন্দুদের যাতে সমস্যা না হয়, নাটোরের পুলিশ-প্রশাসন, সেনাবাহিনীর অনুরোধে আমি নিজে পাহারা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বলে গেলাম, যতদিন বেঁচে আছি আমি আমার দল আপনাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, মাথায় রাখতে হবে এ দেশ আমাদের সবার। হিন্দু-মুসলমান যার যার ধর্ম সে সে পালন করবে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :