বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা মিশনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ /
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা মিশনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪এপ্রিল) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা মিশনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এর কাজ পরিদর্শন এবং এডিবি এবং এএফডি পর্যালোচনা মিশনের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এসময় এডিবি ও এএফডি রিভিউ মিশনের টিম লিডার হিসেবে উপস্থিত ছিলেন, এডিবির সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট কিয়াসু, কো-টিম লিডার সিনিয়র প্রজেক্ট অফিসার অমিত দত্ত রায়, আরবান ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট কারলস বাটারডা, প্রকল্প পরিচালক (আইইউজিআইপি) এলজিইডি আব্দুল বারেক, টিম লিডার জিআইসিডি (আইইউজিআইপি) আজহার আলী, সিনিয়র সহকারী প্রকৌশলী (আইইউজিআইপি) এলজিইডি মারুফ হাসান খান প্রমূখ।
ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী লিটন মিয়া, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, টিএলসিসি সদস্য রেজাউল ইসলাম, সুমী রানী, মৃন্ময় হালদার প্রমূখ। পরে প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন এডিবি’র ওই টিম।