আইপিএলে হঠাৎ ‘ফিক্সিং’ বিতর্ক, যে আউট নিয়ে সন্দেহ


editor প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ /
আইপিএলে হঠাৎ ‘ফিক্সিং’ বিতর্ক, যে আউট নিয়ে সন্দেহ

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হঠাৎ করেই ম্যাচ পাতানো বা ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। আর নিশানায় সানরাইজার্স হায়দরাবাদের ভারতীয় ব্যাটার ইশান কিষাণ। গতকাল (বুধবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার আউটের ধরন নিয়েই মূলত প্রশ্নটা উঠেছে। বোলারের ঠিকমতো আবেদন না করা, আম্পায়ারের আগ বাড়িয়ে আউট দেওয়ার চেষ্টা এবং কিষাণের দ্বিধাহীনভাবে হেঁটে যাওয়া মিলিয়ে বাড়িয়ে দিয়েছে সেই সন্দেহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইশান কিষাণের আউটটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ফিক্সিংয়ের সন্দেহ প্রকাশ করে একটি টুইট করেছেন পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খান। আউটের ভিডিও শেয়ার দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সব ঠিকঠাক মনে হচ্ছে না, সন্দেহজনক!’ জুনায়েদ পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০১১-১৯ সময়কালে ২২টি টেস্ট, ৭৬ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

ইশানের আউটের ভিডিওতে দেখা যায়– ক্রিজে আসার পরের ওভারেই দীপক চাহারের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খেলতে যান তিনি। প্রায় গা ঘেঁষে যাওয়া বলটি তালুবন্দী করেন মুম্বাইয়ের উইকেটরক্ষক রায়ান রিকেলটন। যাতে ক্যাচের আবেদন করেননি রিকেটল কিংবা বোলার চাহার। তবে মুম্বাইয়ের এই পেসার পেছন ফিরে দেখেন আম্পায়ার ভিনোদ সেশান ওয়াইড কিংবা আউটের সিদ্ধান্ত জানাতে হাত নাড়াচাড়া করছিলেন। কিন্তু তখনই হঠাৎ ক্রিজ ছেড়ে হাঁটা শুরু করেন ইশান, যা দেখে আম্পায়ারও আঙুল তুলে আউটের সিদ্ধান্ত জানান।

পুরো বিষয়টিই ঘটেছে তাৎক্ষণিকভাবে। এরপর আরও নাটকীয়তার বাকি ছিল। কিছুটা সন্দেহজনক দৃষ্টিতে ইশানের দিকে এগিয়ে যান মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াসহ কয়েকজন ক্রিকেটার। পরে পান্ডিয়া হায়দরাবাদ ব্যাটারের মাথায়ও আলতো বাড়ি দেন। যদিও নিচের দিকে তাকিয়েই প্যাভিলিয়নে ফিরে যান ইশান। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায়– বলটি বাঁ-হাতি এই ব্যাটারের একদম কিনারা ঘেষে অতিক্রম করলেও, আল্ট্রা-এজে কোনো স্পাইক দেখা যায়নি।

সাধারণত এই ধরনের ক্লোজ সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যাটার যতটা সম্ভব চূড়ান্ত রায় আসা পর্যন্ত অপেক্ষা করেন। বল তার ব্যাটে লাগার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি ক্রিজে থাকেন এবং আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানালে তার বিরুদ্ধে রিভিউ নেন। কিন্তু ইশান আচমকা হেঁটে যাওয়া এবং আউট হওয়ায় ৯ রানেই ২ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় হায়রাবাদ। শেষ পর্যন্ত বিপর্যয়ে পড়া দলটি হেইনরিখ ক্লাসেনের ফিফটিতে নির্ধারিত ওভারে তোলে ১৪৩ রান। যা ৭ উইকেট এবং ২৬ বল হাতে রেখেই পেরিয়েছে মুম্বাই।

ভারতীয় ব্যাটার ইশানের আউটটি নিয়ে দ্বিধা তৈরি হয়েছে ধারাভাষ্যে দেশটির জনপ্রিয় মুখ হার্শা ভোগলের মনেও। তিনি এক হ্যান্ডলে দেওয়া এক টুইটে লিখেছেন, ‘মনে করে দেখুন এ ধরনের দৃশ্য আপনি কত বছর পর দেখছেন এবং অবশ্যই বলতে হচ্ছে যে, ইশান কিষাণের আউটটি আমাকে বিভ্রান্ত করেছে।’