চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া হলফনামা


editor প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ /
চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া হলফনামা

নুরুল আফছার, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া আইনজীবী ফরহাদ উদ্দিন ও কম্পিউটার অপারেটর সুমন দে’র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহার সিভয়েস২৪-কে জানান, “দুই আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

মামলার এজাহারে জানা যায়, ১৮ মার্চ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া হলফনামা তৈরি এবং তা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাজে জমা দেওয়ার অভিযোগে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী আদালতের নাজির আবুল কালাম আজাদ।

১৩ মার্চ একটি মোবাইলে পাওয়া ভুয়া হলফনামা দেখে বিষয়টি প্রথম নজরে আসে। খতিয়ে দেখার পর দেখা যায়, ১৩৮০/২৫ ক্রমিক নম্বরের হলফনামার প্রকৃত রেজিস্ট্রেশন অন্য একজন— ইয়ামিন রহমানের নামে। অথচ হলফনামায় নাম উল্লেখ ছিল রোজী আক্তারের।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত রোজী আক্তার ও অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে বিচারকের পাঁচটি জাল সিল, তিনটি জাল স্বাক্ষর এবং বিভিন্ন ক্রমিক নম্বর ব্যবহার করে একাধিক ভুয়া হলফনামা তৈরি করেন।

তদন্তে নেমে পুলিশ ২২ মার্চ প্রথমে রোজী আক্তারকে গ্রেপ্তার করে। পরদিন তার তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় আইনজীবী ফরহাদ উদ্দিনকে। জানা যায়, প্রতিটি ভুয়া হলফনামার বিনিময়ে তিনি প্রত্যাশীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিতেন। এ ঘটনায় নয়ন দে নামের আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ফরহাদ উদ্দিন জানান, প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর তিনি সুমন দে নামের এক কম্পিউটার অপারেটরের কাছে গিয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করান। এর আগে জাল সিল ও স্বাক্ষর তৈরি করা হয়েছিল ২৬ ফেব্রুয়ারি।

ঘটনার পর সংশ্লিষ্ট সব আসামিকে আইনের আওতায় এনে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে পুলিশ।