অনলাইন ডেস্ক : সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন এক ব্যক্তি।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার রাত ৮টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার বাড়ি নওগাঁ জেলায়। অভিযুক্ত স্বামীর নাম সাজ্জাদ হোসেন মানিক। তিনি সাভারের একটি তৈরি পোশাক কারাখানায় কর্মরত আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারী নওগাঁ জেলার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি তার স্বামী সাজ্জাদ হোসেন মানিকের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে সাজ্জাদ হোসেন গার্মেন্টস কারখানায় কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে বাসায় ফিরে এসে নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান এবং এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সাজ্জাদ হোসেন মানিক তার মোবাইল ফোন বন্ধ রেখে পলাতক রয়েছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। ঘটনার পর থেকে সাজ্জাদ হোসেন পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।-ইত্তেফাক
আপনার মতামত লিখুন :