রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু


editor প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ /
রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।

মৃত কয়েদি হাদিসুল ইসলাম (৫১) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উমরপুরের শ্যামপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন হাদিসুল। গত বছরের ৭ জুলাই থেকে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যায় তাঁকে রাজশাহীতে পাঠানো হয়।

এরপর তাঁকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে হাদিসুল মারা যান। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।