আরিফুল ইসলাম, রাজশাহী : ১১ এপ্রিল ২০২৫ শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর এসএসসি পরীক্ষা-২০২৫, বিএড পরীক্ষা-২০২৩ ও এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ২৩২ ও ২৪১ টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ বিভিন্ন জন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক মোছা: মোরশেদা খাতুন লোকনাথ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০২৫ পরিদর্শন করেন, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট আলী আহাম্মদ রাজশাহী কলেজের এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের পরীক্ষা পরিদর্শন করেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম নিউ গভ: ডিগ্রী কলেজের বিএড পরীক্ষা-২০২৩ এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ এমদাদুল হক টি.টি. কলেজের বিএড পরীক্ষা-২০২৩ পরীক্ষা পরিদর্শন করেন।
এ সময় বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন নিউ গভ: ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ বছর রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অধীন রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বাউবির এসএসসি পরীক্ষা-২০২৫ একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন সকল পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মর্মে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।
আপনার মতামত লিখুন :