অনলাইন ডেস্ক : সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বিশ্বের ১১টি দেশ আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদির সর্বোচ্চ কর্তৃপক্ষ রোববার ঈদের দিন ঘোষণা করে।
ঈদুল ফিতর উপলক্ষে নিজ দেশের জনগণ ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল–সৌদ। এ ছাড়া সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানের নেতারা।
মধ্যপ্রাচ্যের যে ১১টি দেশ আজ ঈদ উদযাপন করছে সেগুলো হলো– সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ), ইরাক (কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।
ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, মিশর, সিরিয়া, ওমানসহ বিভিন্ন দেশে আগামীকাল সোমবার ঈদ উদযাপন হবে। তবে কিছু দেশে যদি শাওয়াল মাসের চাঁদ না দেখা যায়, তখন মঙ্গলবার ঈদ উদযাপিত হতে পারে।
আপনার মতামত লিখুন :