নিয়ামতপুরে তারেক রহমানের উপহার পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের পরিবার


editor প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ /
নিয়ামতপুরে তারেক রহমানের উপহার পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের পরিবার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত নওগাঁর নিয়ামতপুর উপজেলার রায়হানের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৯ মার্চ ) বিকাল ৩টার দিকে নিয়ামতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে নিহত রায়হানের বাড়িতে গিয়ে তার হাতে আর্থিক অনুদান ও ঈদ উপহার তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য
বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী।

ডা. ছালেক চৌধুরী জানান, শহীদ রায়হানের বাড়িতে গিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়। জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকার গাজিপুর বোর্ড এলাকায় রায়হান নিহত হন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, হাজিনগর ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুবদলের আহবায়ক মনজুর রহমান, যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দীন সিরাজী পলাশ, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, মেহেদী হাসান, বদিউজ্জামান প্রমুখ।