স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ বছর বয়সী ওই কিশোরের বাড়ি বাঘা উপজেলায়।
র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল আজ বৃহস্পতিবার সকালে নগরীর কোর্ট এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে। র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চ দুপুরে ওই কিশোর এক শিশুকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাঘা থানায় ওই কিশোরকে আসামি করে মামলা করেন। পুলিশের পাশাপাশি র্যাব মামলাটির ছায়া তদন্ত করছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযুক্ত কিশোরকে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতে সোর্পদ করে।
আপনার মতামত লিখুন :