বাংলাদেশ সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ /
বাংলাদেশ সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার পুঠিয়া : বাংলাদেশ সাংবাদিক সংস্থা(বাসাস) পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

বাসাস পুঠিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এবং সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, বাসাসের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, বাসাসের পুঠিয়া শাখার সহসভাপতি এসএম আব্দুর রহমান, পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি ও বাসাসের নির্বাহী সদস্য রেজাউল ইসলাম লিটন, চারঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এমবি টিভির রায়হানুল ইসলাম রায়হান, বাংলা ভিশনের তোফায়েল হোসেন, বাসাসের পুঠিয়া শাখার সাংগঠনিক সম্পাদক এএস সুমন, কোষাধ্যক্ষ ইউনুস আহমেদ শিশির, বাসাস পুঠিয়া শাখার নির্বাহী সদস্য মফিজুল ইসলাম ডলার, সদস্য মনিরুজ্জামান মনির, এসএম হাসানুজ্জামান সেন্টু, সোহানুর রহমান সোহান প্রমুখ্য।

শান্তিপুর্ন ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে,সত্য ঘটনা ও সত্য নির্ভীক সৈনিক হিসেবে গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান বাসাসের জেলা সভাপতি ও প্রধান অতিথি জাহিদ হাসান।