স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় শাশুড়িকে হত্যার মামলার আসামি শাকিল আহমেদ ওরফে তছিকুল (২৩) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৫ এর একটি দল বাঘা উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিলের বাড়ি বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। ২০২৪ সালের ২৭ এপ্রিল তিনি শ্বাসরোধ করে ও ধারালো দা দিয়ে কুপিয়ে তার শাশুড়ি রেহেনা খাতুনকে (৫০) হত্যা করেন। পরে মরদেহ একটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয় এবং তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, ২০২৩ সালের ৩ আগস্ট রেহেনা খাতুনের মেয়ে মনিকা খাতুনের (২৫) সঙ্গে শাকিলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাকিল মনিকাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে মনিকা মায়ের বাড়িতে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৪ সালের ২৭ এপ্রিল শাকিল তার শাশুড়ির বাড়িতে গিয়ে তাকে মাথায় আঘাত করে ও শ্বাসরোধে হত্যা করেন।
পুলিশের পাশাপাশি র্যাবও এ ঘটনার ছায়া তদন্ত করছিল। বুধবার রাতে শাকিল এলাকায় ফিরেছেন— এমন খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আপনার মতামত লিখুন :