বাঘায় জামায়াতের মানববন্ধনে বিএনপি’র হামলা, আহত-৫


editor প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ /
বাঘায় জামায়াতের মানববন্ধনে বিএনপি’র হামলা, আহত-৫

মোহাঃ আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে, অনিয়ম, দুর্নীতি, টিসিবি, বিজিডি ও তথ্যসেবা কেন্দ্রের চাঁদাবাজির প্রতিবাদে বাউসা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধন শেষে বিএনপি’র লোকজন অতর্কিত হামলা চালায়। এ হামলায় জামায়াত শিবিরের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ-২৫) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে বাজারে এঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে অনিয়ম দুর্নীতি টিসিবি, বিজিডি ও তথ্যসেবা কেন্দ্রের চাঁদাবাজির প্রতিবাদে বাউসা ইউনিয়ন জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভিজিবি কার্ডের অনীয়ম,দুর্নীতি প্রতিবাদে বাউসা ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শান্তিপুর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি শেষ করে। এসময় সময় পেছন থেকে বিএনপি’র লোকজন অতর্কিত হামলা করে। এ হামলায় জামায়াত ও শিবিরের ৫ জন নেতাকর্মী আহত হন। আহতরা হলেন, আবদুর রহমান তুবা (১৮),আবু তাহের (৩৮),শামিম হোসেন (৩৬),সৌরভ হোসেন (২৫), ইলিয়াস আহমেদ (১৮)।

বাউসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মজিবার রহমান বলেন আমরা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আমরা কোনো দলের বিরুদ্ধে কর্মসূচি পালন করিনি।

আমরা ইউনিয়ন পরিষদের দুর্নীতি ভিজিবি কার্ড বানিজ্যর বিষয় নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছি। কিন্তু ইউনিয়ন বিএনপি’র নেতা রেজাউল করিম, নাসির উদ্দীন ও এনামুল সহ ২৫ থেকে ৩০ জন লোক আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। এতে আমাদের ৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল জানান,এবিষয়ে কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।