শিবগঞ্জে পরকীয়ায় জনতার হাতে প্রেমিক যুগল আটক


editor প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ /
শিবগঞ্জে পরকীয়ায় জনতার হাতে প্রেমিক যুগল আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ), প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেমিক যুগলকে আটক করেছে জনতা। রোববার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আটক প্রেমিক যুগল শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়ার-উত্তর মাথা গ্রামের দুই সন্তানের জননী আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৩০) ও একই এলাকার দুরুল হোদার ছেলে এক সন্তানের জনক আবু হায়াত (৩৫)। প্রায় ৬-৭ বছর ধরে পরকীয়ায় লিপ্ত তারা। পরকীয়ার বিষয়টি জানাজানি হলে প্রায় ৬ মাস আগে তাদের হাতেনাতে আটক করে এলাকাবাসী। ওই সময় স্থানীয়রা সমাধান করে তাদের সতর্ক করে দেয়। কিন্তু সাবিনা বেগমের স্বামী ফজরের নামাজ আদায় করতে গেলে সুযোগ বুঝে আবু হায়াত বাড়িতে ঢুকে যায়।

নামাজ আদায় করে বাড়িতে এসে স্বামী আশরাফুল ইসলাম তাদের হাতেনাতে আটক করে বেঁধে রাখে। এদিকে প্রেমিকা সাবিনা বেগম বলেন, আবু হায়াত আমার সাথে জোর করে সস্পর্কে জড়ায়। তার সাথে ১ বছর ধরে সম্পর্ক। প্রেমিক আবু হায়াত বলেন, মেয়ের ডাকে মাঝে মাঝে আসতেন ও মোবাইল ফোনে কথা বলতেন। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।