স্বর্ণ চোরাকারবারি দেলোয়ার গ্রেফতার, পদ্মা দিয়ে ৮১ ভরি স্বর্ণ পাচারের চেষ্টা


editor প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ /
স্বর্ণ চোরাকারবারি দেলোয়ার গ্রেফতার, পদ্মা দিয়ে ৮১ ভরি স্বর্ণ পাচারের চেষ্টা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদী দিয়ে তিনি ৮১ ভরি স্বর্ণের বার ভারতে পাচারের চেষ্টা করার সময় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৯৩ লাখ টাকা।
রোববার (৩০ জুন) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ১২টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার করা হয় স্বর্ণ চোরাকারবারির নাম দেলোয়ার হোসেন (৩৬)। তিনি মহানগরের দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আব্দুর রশিদের ছেলে।
আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মহানগর গোয়েন্দা শাখা পুলিশ জানতে পারে, কয়েকজন চোরাকারবারি স্বর্ণ অবৈধভাবে ভারতে পাচারের জন্য কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা স্বর্ণগুলো গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদীপথে নৌকায় ভারতে নিয়ে যাবে। খবর পেয়ে দুপুর ১২টায় মহানগর গোয়েন্দা শাখা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে একটি দল কাশিয়াডাঙ্গা থানার বশরী এলাকার শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান নেয়। পরে দলটি তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাঁধের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেন। এর মধ্যে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন কৌশলে পালিয়ে যান। তবে অপরজনকে গ্রেফতার হয়। তার কাছ থেকে একটি স্বর্ণের বার ও তিনটি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১ ভরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ওই স্বর্ণের বার ও স্বর্ণের বিস্কুটের কোনো বৈধ মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি। পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।