গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও শাকিব সেরা অভিনয় করবেন : নাবিলা


editor প্রকাশের সময় : জুন ২০, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ /
গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও শাকিব সেরা অভিনয় করবেন : নাবিলা

অনলাইন ডেস্ক : ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। সিনেমাটিতে নায়কের বিপরীতে প্রথমবারের মত পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘তুফান’ সিনেমায় ঢালিউড কিং এর সঙ্গে অভিনয় করে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনায় আসলেন এই অভিনেত্রী।

সিনেমা মুক্তির পর এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন নাবিলা। এ সময় শাকিব খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী।

নাবিলার কথায়, ‘আমরা যখন শ্যুট করছিলাম তখন আমাদের দেখে সেটের সবাই বলছিল রসায়নটা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে তিনি (শাকিব) অনেক হেল্পফুল, সাপোর্টিভ অভিনেতা। তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজকে যা দিয়েছেন, সুপারস্টার, মেগাস্টার খ্যাতি পাওয়া তার প্রাপ্তি। এর বাইরে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, তিনি অত্যন্ত ভালো অভিনেতা।’

শাকিব খানের সঙ্গে প্রথম দেখা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার “তুফান”-এর লুকটায় ছিল। দেখেই মনে হয়েছিল, তিনি অনেক সুন্দর। তিনি আমাদের মতোই। তিনি স্টার, সুপারস্টার-মেগাস্টার, তিনি ধরাছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না, উনি আমাদের মতোই একজন সহজ মানুষ। উনি বেশ চুপচাপ, আমি নিজে থেকেই ওনার সাথে আলাপ শুরু করছিলাম, গল্প করছিলাম। একটু নার্ভাসনেসও ছিল।’

শাকিব খানকে নিয়ে নাবিলা আরও বলেন, ‘শাকিব খান এমন একজন অভিনেতা, গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও তিনি নিজের সেরাটা দিয়ে অভিনয় করে চলে যাবেন।’

প্রসঙ্গত, মূলত উপস্থাপক হিসেবেই নাবিলার পরিচিতি। তবে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে দারুণ আলোচিত হয়েছিলেন তিনি। ৮ বছরের দীর্ঘ বিরতি শেষে আত্মবিশ্বাস না হারিয়ে কাজে ফিরেছেন এই অভিনেত্রী; শাকিব খানের সঙ্গে করলেন অভিনয়।