ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় পুলিশের ওপর হামলার মামলায় গট্টি ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমানকে (৫৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার আরেক আসামি হবি মোল্লাকেও (৩০) কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ এ আদেশ দেন।
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গট্টি ইউনিয়নের বড় লক্ষ্মণদিয়া গ্রামের বাসিন্দা মৃত লাল মাহমুদ মাতুব্বরের ছেলে। অপরদিকে হবি মোল্লা একই ইউনিয়নের কাঠালবাড়ীয়া গ্রামের ময়নুদ্দিন মোল্লার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বকুল মাতুব্বরের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের হামলার শিকার হন সালথা থানার পুলিশ সদস্যরা। এ ঘটনায় ওইদিন রাতেই সালথা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে বকুল মাতুব্বর ও হাবিবুর রহমানসহ ৪৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনকে আসামি করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের আইনজীবী মো. ইব্রাহিম হোসেন বলেন, মামলার পর হাবিবুর ও হবি মোল্লা হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে আজ হাইকোর্টের নির্দেশে তারা ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানান। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৩ জুন।
আপনার মতামত লিখুন :