নগরীতে নির্ধারিত স্থানে কোরবানি ও বর্জ্য অপসরণের নিদের্শ


editor প্রকাশের সময় : জুন ১৬, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ /
নগরীতে নির্ধারিত স্থানে কোরবানি ও বর্জ্য অপসরণের নিদের্শ

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির জন্য ২১০ টি স্থান নির্ধারণ করা হয়েছে। একই সাথে কোরবানির বর্জ্য অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের ১৩৯৪ জন কর্মী এ কাজে নিয়োজিত থাকবে। প্রায় ৪শ ভ্যান নিয়োজিত থাকবে এ কাজে।

২টি স্টীড রোলার, ৬টি ট্রাক্টর ডবল ট্রলিসহ, ১৫টি হাইড্রোলিক ট্রাক, ২টি পানি শোধন ট্রাক নিয়োজিত করা হবে। পর্যাপ্ত ব্লিচিং পাওডার ছিটানো হবে।