স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু, জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। শনিবার সকাল ১১টায় কাদিরগঞ্জস্থ সমাধীতে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ,রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আকতার আলী প্রমুখ।
আপনার মতামত লিখুন :