রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত


editor প্রকাশের সময় : মে ১০, ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ /
রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ফোরামের কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন এডিটরস ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী। সভায় সাংবাদিক ও সাংবাদিকতা নিয়ে আলোচনা হয়। স্থানীয় সংবাদপত্রের সংবাদকর্মীদের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

সভায় দৈনিক সোনারদেশ সম্পাদক হাসান মিল্লাত, আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সানশাইন সম্পাদক ইউনুস আলী, দৈনিক উপচারের সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।