[ad_1]
ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ৪০০ (চারশত) বস্তা ভারতীয় চিনি উদ্ধার সহ গ্রেফতার ০২ জন । ৭ মে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন ভালুকা পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের এ আর ফিলিং স্টেশেনের পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ের ঢাকাগামী লেন হতে কাভার্ডভ্যান, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-উ-১২-২২০০ এর ড্রাইভার মোঃ আবিদ হোসেন (২৩), পিতা-মৃত মনির হোসেন, মাতা-মোছাঃ রিনা বেগম, সাং-মালিখিল, ডাকঘর-রায়পুর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-আখালিয়া হাজির বাজার, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ এবং হেলপার আল আমীন (২৩), পিতা-মোঃ নিয়ামত আলী, মাতা-মৃত শাহানজ, সাং-মুখি (সোনাতলা), থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ দ্বয়ের হেফাজতে থাকা ৪০০ (চারশত) বস্তা ভারতীয় চিনি, যাহার মোট ওজন ২০,০০০ (বিশ হাজার) কেজি, যাহার মোট মুল্য ২৫,২০,০০০/- (পঁচিশ লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক ইং-০৭/০৫/২০২৪ তারিখ বিধি মোতাবেক এসআই(নিঃ) মোঃ হাসান উদ দৌলাহ জব্দ করেন। উক্ত আসামীদ্বয় ভারতীয় চিনি শুল্ককর ফাকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতের সীমান্তবর্তী এলাকা হইতে আনায়ন করিয়া নিজ হেফাজতে রাখিয়াছিল।
এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :