বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আহত ৮


editor প্রকাশের সময় : মে ৩, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ /
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আহত ৮

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৮ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ুকের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) একেএম হাসানুজ্জামান বলেন, শুক্রবার সকাল ৯ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী মালবোঝাই ট্রাক ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী সততা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সততা পরিবহনের ৮ জন যাত্রী গুরুতর আহত হন। তার মধ্যে তিনজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ যাত্রী পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।