নগরীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


editor প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪, ৪:১৬ অপরাহ্ণ /
নগরীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলাল দহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শামিম আলী (৩০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার গুয়াবাসিনা এলাকার মো: গফফার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শামিম আলীর বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় রাজশাহী আদালতের যৌতুক নিরোধ আইনের একটি মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ। গতকাল ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শামিম আলী রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলাল দহ মাজার এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সমুন কুমার সাহা ও তাঁদের টিম গতকাল ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াই টায় অভিযান পরিচালনা করে আসামি শামিম আলীকে বেলাল দহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।