মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে পানি তাল পারাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্বজনরা আমতলী হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার সময় আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মৃত ছয়জদ্দিন হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার তার বাড়ির বাগানে একটি তালগাছের পানি তাল পারতে যান। এ সময় তার ভাতিজা ইউনুছ হাওলাদারের ছেলে মো. মহিবুল্লাহ হাওলাদার গাছ তার দাবী করে পানি তাল পারতে বাধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে লাঠিসোঠা নিয়ে হামলা শুরু হয়। হামলায় চাচা হারুন হাওলাদার (৪০) ও ভাতিজা মহিবুল্লাহ হাওলাদার (৩৬) উভয়ই গুরুতর আহত হন।
আহতদের দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করেন।
আহত হারুন হাওলাদার তালগাছ তার দাবী করে বলেন, মহিবুল্লাহ এ গাছ পাবে না। তারপরও জোরকরে ভোগদখল করতে চায়। মহিবুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, এগাছটি আমার আরেক চাচার সে আমাকে ভোগদখল করতে বলেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, এ বিষয়ে মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :