‘৩০০’ ছুঁয়ে কোহলির যত রেকর্ড


editor প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ /
‘৩০০’ ছুঁয়ে কোহলির যত রেকর্ড

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের শেষ দিকে এসেও বেশ ধারাবাহিক বিরাট কোহলি। চলমান আইপিএলেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। গতকাল শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিফটি করেছেন। এতে আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

এদিন আরো বেশ কিছু রেকর্ড গড়েছেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে ৩০০টি ছক্কা হয়ে গেল তার। আইপিএলে একটি দলের হয়ের এর চেয়ে বেশি ছক্কা মারতে পারেননি আর কেউই। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেল (২৬৩)। এর পরে রয়েছেন রোহিত শর্মা (২৬২), কায়রন পোলার্ড (২৫৮) এবং মহেন্দ্র সিংহ ধোনি (২৫৭)।

টি-টোয়েন্টি ক্রিকেটে একটি মাঠে সর্বাধিক ছয় মারার রেকর্ডও গড়েছেন কোহলি। বেঙ্গালুরুতে কোহলি মেরেছেন ১৫৪টি ছয়। গেইল এই বেঙ্গালুরুতেই মেরেছেন ১৫১টি। পাশাপাশি মিরপুরে গেলের ১৩৮টি ছয় রয়েছে।

চেন্নাইয়ের বিপক্ষে আগে ৯টি ফিফটি ছিল শিখর ধাওয়ানের। শনিবার এই দলের বিপক্ষে কোহলি ১০ নম্বর ফিফটি করেছেন। ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মারও ৯টি করে ফিফটি রয়েছে চেন্নাইয়ের বিপক্ষে।

চেন্নাইয়ের বিপক্ষে ১১৪৬ রান করেছেন কোহলি। পেছনে ফেলে দিয়েছেন ডেভিড ওয়ার্নারকে (১১৩৪)। ওয়ার্নার পাঞ্জাবের বিপক্ষে ১১৩৪ রান করেছেন।

আইপিএলে এই নিয়ে আট বার এক মৌসুমে ৫০০ এর বেশি রান করলেন কোহলি। যেখানে তিনি সবার আগে। টপকে গেলেন ওয়ার্নারকে। তৃতীয় কেএল রাহুল।