বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাশমিকার সঙ্গে দূরত্ব বাড়ালেন বিজয়


editor প্রকাশের সময় : মে ৪, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ /
বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাশমিকার সঙ্গে দূরত্ব বাড়ালেন বিজয়

অনলাইন ডেস্ক : দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কেবল অভিনয় জীবনই নয়, বারবারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তার ব্যক্তিগত তথা প্রেমজীবনও। বহু দিন ধরেই বিনোদন পাড়ায় অভিনেতা দেবরকোন্ডা বিজয় তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যায়।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমাতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের।

এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাশমিকার সঙ্গে দূরত্ব বাড়ালেন বিজয়। অভিনেতার অফিসিয়াল ইনস্টাগ্রামে দেখা যায় বিজয় ৩৫ জনকে অনুসরণ করছেন। তাদের মধ্যে রাশমিকা নেয়। তা নিয়েই নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিচ্ছেদ গুঞ্জনের আগে একই সঙ্গে ছুটি নিয়ে একই জায়গায় বেড়াতেও যেতেন এ জুটি। নতুন বছরের শুরুতে দেবরকোন্ডা ঘোষণা করেন, তিনি আর একা নন। প্রেমিকার নাম না বললেও এরপরেই নায়িকাকে দেখা যায় বিজয়ের পরিবারের সঙ্গে দুপুরে একসঙ্গে সময় কাটাতে।

একাধিক অনুষ্ঠানেও দুই পরিবারকে একসঙ্গে দেখা গেছে। তবে এতো কিছুর মাঝে কেন রাশমিকাকে অভিনেতা আনফলো করলেন তা নিয়ে মুখ খুলেননি বিজয়। এদিকে এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশমিকা ফলো করছেন বিজয়কে।