স্টাফ রিপোর্টার পুঠিয়া(রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদের অফিস। শনিবার(৩ মে) সকাল ১১ টার দিকে
অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ও রাজশাহী সড়ক ও জনপদের অফিসারবৃন্দ।
যানা যায়, পুঠিয়া উপজেলা বানেশ্বর ট্রাফিক মোড়( চারঘাটগামী রোডস) হইতে সড়ক ও জনপদের রাস্তার পুর্ব পাশে, মোঃ আজবর রহমান, পিতা মোঃ আব্দুর রহমান গ্রাম, বানেশ্বর এর বাড়ীর সামনে ও মাহাতাব হোসেন (৪৫) মোঃ মোশারফ হোসেন (৫০) উভয় পিতা মৃ: শরিফ মন্ডল, সাং- বানেশ্বর, জয়নাল, পিতা,জামাল মন্ডল, বাদশা মন্ডল,পিতা- মৃ: মুনসুর মন্ডলের কয়েকটি স্থানে গড়ে উঠে বিশাল অবৈধ টিনের স্থাপনা আমের আড়ত, ফার্নিচারের দোকান, চা স্টল সহ বিভিন্ন দোকান ঘর। দীর্ঘদিন সড়ক ও জনপদের রাস্তার উপর অবৈধ স্থাপনা তৈরী করিয়া বিভিন্ন ব্যবসা ব্যবসা-বাণিজ্যি করছিলেন।
এই ব্যবসায়ীদেরকে বার, বার নোটিশ দেওয়া সত্বেও তাহারা স্থাপনা না সরালে গত ৩০/৪/২০১৫ চূড়ান্ত নোটিশ জারি করেন যে, আগামী ০৩/০৫/২৫ তারিখে মধ্যে স্থাপনা না সরাইলে সড়ক জনপদ কর্তৃপক্ষ উচ্ছেদ করিবেন, নোটিশের পরিপ্রেক্ষিতে শনিবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানটি বেলা ১২:৩০ মিনিটে শান্তিপুর্নভাবে সমাপ্ত করেন।
আপনার মতামত লিখুন :