মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি : ডোমার উপজেলায় ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতের সময় মসজিদের ভেতরেই মৃত্যু হয়েছে এক যুবকের।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নীলফামারীর ডোমার উপজেলার জামিরবাড়ী পাটোয়ারী পাড়া জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম সাজু ইসলাম (২২)। তিনি ওই এলাকার মমিনুর রহমানের ছেলে।
পাটোয়ারী পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব বলেন, ‘ফজরের নামাজের পর প্রতিদিনের মতোই সাজু মসজিদের ভেতরে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ তিনি পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি মারা গেছেন। আমরা সবাই হতবাক হয়ে যাই।’
ইমাম আরও বলেন, ‘সাজু ছিলেন এলাকার মধ্যে সব থেকে ভদ্র এবং দ্বীনদার তরুণ। এমন একটি পরিপূর্ণ আমলি জীবন এবং মসজিদের ভেতর মৃত্যু—এটি নিশ্চয়ই তার সৌভাগ্য। এমন মৃত্যু আল্লাহ যাকে দেন, তিনি অবশ্যই তার প্রিয় বান্দা।’
প্রতিবেশী শাকিল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় সাজুর মতো ছেলে আর একটাও নেই। তিনি অনেক ভদ্র ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ তো ছিলোই, পাশাপাশি তাহাজ্জুদের নামাজও নিয়মিত আদায় করতেন। তার জীবনের লক্ষ্য ছিল মসজিদ কেন্দ্রিক। অল্প সময়ের জীবনে যতটুকু সাধ্য তার সবটাই আল্লাহর পথে ব্যয় করেছেন তিনি। মসজিদের বাইরে তিনি ছোট পরিসরে ফার্মহাটে ব্যবসাও করতেন।’
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এটি স্বাভাবিক মৃত্যু বলে তিনি জানান। বেলা আড়াইটায় ডোমার উপজেলার জামিরবাড়ী পাটোয়ারী পাড়ার নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :