নগরীতে কোচিং ও ডিলারে চাকরির নামে আবেদন ফরম বিক্রি : উঠছে বিভিন্ন অভিযোগ


editor প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ /
নগরীতে কোচিং ও ডিলারে চাকরির নামে আবেদন ফরম বিক্রি : উঠছে বিভিন্ন অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাদিরগঞ্জ মোড়ে উৎকর্ষ শিক্ষা পরিবার ও জান্নাত ডিলার পয়েন্টে নিয়োগ দেওয়ার নামে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুক) চাকরির বিজ্ঞাপন প্রকাশ করে। বিজ্ঞাপনে বিভিন্ন পদে মোট ১৫০ জন লোক নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে এবং বেতন ৬ থেকে ৮ হাজার টাকাসহ দুই ঈদের বোনাস ৩ হাজার টাকা প্রদানের কথা উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের রাজশাহীর কয়েকটি গ্রুপে এই নিয়োগ বিজ্ঞাপনটি দেওয়ার পরে বেশ কিছু লোক তাদের দ্বারা প্রতারিত হবার কথা কমেন্টে লিখে। এই বিষয়ে অনুসন্ধানে গিয়ে দেখা যায় নগরীর কাদিরগঞ্জ এলাকার শহীদ নজমুল হক স্কুলের বিপরীতে একটি ভবনের দুই তালায় উৎকর্ষ শিক্ষা পরিবারের ব্যানার। সেখানেই একটি কক্ষে চাকুরির জন্য বেশ কয়েকজন অপেক্ষা করছে, আর আনোয়ার হোসেনসহ একজন মহিলা চাকরি প্রত্যাশিদের সাথে কথা বলছেন এবং একটি ফরম পূরন করে ২০ টাকা করে জমা নিচ্ছে। বিজ্ঞাপনে ৭ টি পদের কথা উল্লেখ থাকলেও ফরমে ৩৮ টি পদে লোক নেয়ার কথা লিখা আছে।

এ বিষয়ে সরাসরি আনোয়ার হোসেনের সাথে কথা বলে জানা যায় উৎকর্ষ শিক্ষা পরিবার ও জান্নাত ডিলার পয়েন্টে নিয়োগ দেওয়া হবে। তবে আনোয়ার হোসেন বলেন উৎকর্ষ শিক্ষা পরিবার তার আর জান্নাত ডিলার পয়েন্ট মোস্তফা কামাল নামক আরেকজনের। ফরমে উল্লেখিত ৭ টি পদে তার কোচিং এর জন্য অবশিষ্ট গুলো জান্নাত ডিলার পয়েন্টের জন্য বিক্রয়কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। ফরম বিক্রি করার বিষয় নিয়োগ বিজ্ঞাপনে উল্লেখ নাই এমনকি টাকা নেয়ারও কোন রশিদ প্রদান করা হচ্ছে না এ বিষয়ে আনোয়ার হোসেন জানান টাকাটা মুলত জান্নাত ডিলারের বিক্রয় প্রতিনিধিদের সেমিনার করার জন্য নেয়া হচ্ছে।

এদিকে জান্নাত ডিলার পয়েন্ট নামের কোন ডিলারের অস্তিত্ব নগরীতে নাই, এ বিষয় নিয়ে জান্নাত ডিলার পয়েন্ট নামক ভুয়া ডিলারের মালিক মোস্তফা কামালের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে তার কোন ডিলার পয়েন্ট নাই, তার বাসায় কিছু পণ্য স্টক করা আছে সেগুলো বিক্রয় করার জন্য লোক নিয়োগ দেওয়া হচ্ছে। ফরমের দাম নেয়া এবং রশিদ না দেওয়ার বিষয়ে বলে “সামান্য ২০ টাকার জন্য এতোকিছু করিনি সেমিনার খরচ বাবদ নেয়া হয়েছে, তার দেয়া তথ্য মতে সে ৩০০ টা ফরম বিক্রি করবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেসবুকে) নিয়োগের বিষয়ে কমেন্টে ফরমের দাম ১০০ টাকা ও চাকরি দেয়ার কথা বলে ৫০০ টাকা নেয়ার কথা স্বীকার করে তিনি বলেন “এর আগে যারা কাজ করতো তারা এই ভুলটি করেছিলো পরবর্তীতে আমি জানতে পারলে টাকা ফেরত দিতে চেয়েছি তারা আসেনি।”

এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন “আমি এবিষয়ে কিছু জানিনা, কোন ভুক্তভোগী আমার কাছে অভিযোগ করেনি, আমি নিয়োগ দেওয়ার বিষয় খোঁজ নিয়ে দোষীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

উল্লেখ যে রাজশাহী নগরীতে বিভিন্ন জেলার ছাত্র/ছাত্রীবৃন্দ পড়াশোনা করতে আসে। একটু ভালো থাকার জন্য অনেকেই পড়াশোনার পাশাপাশি আয় রোজগার করার চেষ্টা করে আর সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতারক শ্রেণীর কিছু লোক অবৈধভাবে আয় রোজগারের জন্য ভূয়া নিয়োগ দিয়ে মানুষের সাথে প্রতারনা করছে।