সংবাদ প্রকাশের জেরে নগরীতে স্যাম্পল মার্কেটে অভিযান


editor প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ /
সংবাদ প্রকাশের জেরে নগরীতে স্যাম্পল মার্কেটে অভিযান

স্টাফ রিপোর্টার : গত বৃহস্পতিবার গণমাধ্যমে “নগরীতে আইন অমান্য করে স্যাম্পল ঔষধ বিক্রি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর আজ রোববার দুপুরে ঔষধ প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্যাম্পল বিক্রয় বন্ধ করার লক্ষে অভিযান চালান।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মানজুরা মশারফ ও ঔষধ তত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: শরিফুল ইসলাম। ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০(গ) ধারা লঙ্ঘনের অভিযোগে চারটি ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একমাস সময় দেয়া হয়েছে স্যাম্পল ব্যবসা বন্ধ করার জন্য। একমাসের মধ্যে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঔষধ তত্ত্বাবধায়ক।

ইফরান ফার্মেসী, শফি ফার্মেসী, আতিয়া হুমাইরা ফার্মেসী ও হিমেল ড্রাগ হাউজকে অবৈধ স্যাম্পল বিক্রয় করার জন্য জরিমানা করা হয়।

নগরীর লক্ষীপুরে ঔষধ বাজার বা স্যাম্পল মার্কেট নামে পরিচিত এই মার্কেটে ১৫ টি ফার্মেসী অবস্থিত তার মধ্যে ১৪ টি ফার্মেসী স্যাম্পল ঔষধ কেনা-বেচা করে।

উল্লেখ স্যাম্পল ঔষধে মেয়াদউর্ত্তীনের তারিখ উল্লেখ না থাকায় এ স্যাম্পল ঔষধ রোগীর জন্য প্রাণ নাশের কারন হতে পারে।

এধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজের সচেতন নাগরিকমহল এবং আশাবাদী এমন অভিযান প্রায়ই করবে ঔষধ প্রশাসন।