আমতলীতে আওয়ামী লীগ সভাপতির ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরন


editor প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ /
আমতলীতে আওয়ামী লীগ সভাপতির ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরন

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অ্যাডঃ মো. মনিরুল ইসলাম মনি বয়াত গ্রহন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদস্য ফরম পূরন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় বিষয়টি ভাইরাল হয়েছে।

অ্যাডঃ মো. মনিরুল ইসলাম মনি সম্প্রতি চরমোনাই দরবার শরীফে গিয়ে ওই দরবারের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাত করে পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে বয়াত গ্রহন করে সদস্য ফরম পূরন করেন।

এর কয়েক মাস পূর্বে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডঃ মোহাম্মদ নুরুল ইসলাম মিয়াও চরমোনাই দরবারের পীরের সঙ্গে সাক্ষাত করে তার হাতে হাত রেখে বয়াত গ্রহন করেছেন।

আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী মো.বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ মোঃ মনিরুল ইসলাম মনি চরমোনাই দরবারে গিয়ে পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তার বয়াত গ্রহন ও সদস্য ফরম পূরন করেছেন। এর আগেও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ মোহাম্মদ নুরুল ইসলাম মিয়াও পীর সাহেবের সঙ্গে সাক্ষাত করে তার হাতে হাত রেখে বয়াত গ্রহন করেছেন।

বিষয়টি জানার জন্য গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ মো.মনিরুল ইসলাম মনির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা কল দিলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইউনিয়নের এক আওয়ামী লীগে নেতা বলেন, এই ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান দলে হাইব্রিড নেতা হিসেবে পরিচিত। টাকার জোরে দলের সভাপতির পদটি ভাগিয়ে নিয়েছে। এরা দলের দুর্দিনে দলে থাকবেনা তা আমরা সকলে জানি। যার বড় প্রমাণ তাদের ইসলামী আন্দোলনে বয়াত গ্রহন ও সদস্য ফরম পূরন করা।