বাপ্পারাজের রহস্যজনক পোস্ট, উদ্বিগ্ন ভক্তরা!


admin প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ /
বাপ্পারাজের রহস্যজনক পোস্ট, উদ্বিগ্ন ভক্তরা!


বাপ্পারাজের রহস্যজনক পোস্ট

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পারাজ হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি শুধু একটি শব্দ লিখেছেন— “বিদায়”। এই এক শব্দের পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ।

রোববার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে কালো চশমা পরা একটি ছবি শেয়ার করেন বাপ্পারাজ। ছবিতে তার মুখে বিষণ্নতার ছাপ আর কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট দেখা যায়।

নায়কের এমন পোস্ট নজরে আসতেই অনেকে মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেন। কেউ লিখেছেন, “আপনি আমাদের সিনেমার ট্র্যাজেডি কিং। ‘বিদায়’ বলা যত সহজ, আপনাকে হারানো ততটা নয়।” আরেকজন জানতে চেয়েছেন, “কি হয়েছে আপনার? এমন পোস্টে ভয় লাগে।” তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি বাপ্পারাজ, নীরব রয়েছেন তিনি।

নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ ১৯৮৬ সালে বাবার পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। ত্রিভুজ প্রেমের গল্পে ‘ব্যর্থ প্রেমিক’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের ‘ট্র্যাজেডি হিরো’।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’ এবং *‘পাগলীর প্রেম’*সহ আরও অনেক জনপ্রিয় ছবি।