কর্মীর অসুস্থতা শুনে, ছুটে গেলেন সভাপতি


editor প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ /
কর্মীর অসুস্থতা শুনে, ছুটে গেলেন সভাপতি

মোঃ তৌফিকুর রহমান,সিনিয়র রিপোর্টার : পাবনা চাটমোহর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ শাকিল হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ তিন (৩) চার (৪) মাস চিকিৎসাধীন অবস্থায় আছে। তার অসুস্থতার কথা শুনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক এবং পাবনা জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ দ্বীপ এবং পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইউসুফ বিস্বাস দেখা করতে প্রজন্ম দলের চাটমোহর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শাকিল হোসেন এর বাসায় যায় এবং প্রজন্ম দলের কেন্দীয় কমিটির সভাপতি মোঃ জনি সরকার ও সাধারণ সম্পাদক মোহসিন হাবিব এর সঙ্গে ফোন আলাপ করিয়ে শরীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন, রমজান হোসেন মনি (সদস্য, প্রজন্ম দল পাবনা সদর উপজেলা শাখা ), সোহেল হোসেন (১ নং যুগ্ম-আহ্বায়ক, চাটমোহর উপজেলা শাখা) ,তামিম হোসাইন বাধন (যুগ্ম-আহ্বায়ক,চাটমোহর উপজেলা শাখা)।

সাক্ষাতে তানভীর আহমেদ দ্বীপ, শাকিল হোসেনের দ্রুত সুস্থতাকামনা করে পুনরায় সাংগঠনিক কাজে আহ্বান করে।

দলের এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে মোঃ শাকিল হোসেন বলেন, দলের নেতাকর্মীদের এমন উদারতা ও ভালোবাসা থাকলে আমার সুস্থ হতে খুব বেশি দিন লাগবেনা,,আপনাদের পাশে পেয়ে আমি সুস্থ অনেকটা সুস্থতা অনুভব করছি। বিশেষ করে তানভীর আহমেদ দ্বীপ ভাই কে কাছে পেয়ে আমার অনেক মনোবল বেড়েছে, এমন নেতা যেন প্রত্যেকটা সংগঠনে থাকে তা হলে দল ও দলের নেতাকর্মীরা সুন্দর ভাবে কাজ করতে পারবে।