স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকার অতি দুর্ঘটনাপ্রবণ বারো রাস্তা মোড় ভেঙ্গে গোলচত্বর করাসহ কতিপয় দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ ০৬ মে মঙ্গলবার, রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্ট এ সকাল ১০.৩০ টায় বরেন্দ্র অঞ্চলের তরুণ-যুবদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগরের উদ্যোগে এ মানববন্ধন ও স¥ারকলিপি প্রদান করা হয়।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যার চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের পরিচালনায় সভপতিত্ব করেন সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. নাজমুল হোসেন রাজু।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী মহানগরীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম একটি হলো বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়ক এবং মোড়গুলোর মধ্যে অন্যতম হলো চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার বারো রাস্তার মোড়। বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়কের এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু গোলচত্বর এবং নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার অভাবে এখানে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে বারো রাস্তা মোড়ে প্রতিমাসে অন্তত ১০-১৫ টি ছোটবড় দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশিকা এবং কোন ট্রাফিক পুলিশ না থাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা। বক্তারা আর একটি প্রাণ ঝরে যাওয়ার আগেই গোলচত্বর নির্মাণের দাবি জানান।
এদিকে, মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি কে স্মারকলিপি প্রদান কালে তিনি আগামীকাল থেকে বারো রাস্তা মোড়ে গোলচত্বর নির্মাণের কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেন।
এছাড়াও স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক রাজশাহীর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বরাবর প্রদান করা হয়েছে। এবং রেজিস্ট্রিকৃত ডাকযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক); এলজিইডি, রাজশাহী জেলার নির্বাহী প্রকৌশলী; সওজ, সড়ক বিভাগ, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর প্রেরণ করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, রুলফাও রাজশাহীর নির্বাহী পরিচালক, আফজাল হোসেন; জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক, মাহমুদ জামাল কাদেরী; সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. নাজমুল হোসেন রাজু; স্পেস রাজশাহীর নির্বাহী পরিচালক, মো. কামরান হাফিজ, নিসচা রাজশাহীর সাবেক সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু; জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক, সূভাষ চন্দ্র হেমব্রম; সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, সম্রাট রায়হানসহ প্রমুখ।
সবুজ সংহতি রাজশাহী মহানগরের আহ্বায়ক নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের স্বাক্ষরিত স্মারকলিপির দাবীসমুহ পাঠ করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনিম জামাল। দাবিসমূহ হলো- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম বারো রাস্তা মোড় ভেঙ্গে অতিদ্রুত সু-পরিকল্পিত একটি গোলচত্বর নির্মাণ করতে হবে; বারো রাস্তা মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়সমূহে সার্বক্ষনিক ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল ট্রাফিক সিগনাল চালু করতে হবে; নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঐ মোড়সহ সর্বত্র ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করতে হবে; নগরীর সড়কগুলোতে অতিদ্রুত শৃঙ্খলা ফেরাতে হবে। সড়কগুলোতে প্রয়োজনীয় স্পিড ব্রেকার ও ট্রাফিক নির্দেশিকা স্থাপন করতে হবে এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে; সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং এই কাজে নগরীর স্থানীয় যুব সংগঠন সমূহকে সম্পৃক্ত করতে হবে।
আপনার মতামত লিখুন :