নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৯


editor প্রকাশের সময় : মে ৬, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ /
নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৯

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ১১ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: মাসুদ রানা পিন্টু (৩৮) ও মো: রফিকুল ইসলাম রফিক (৫৫)। মাসুদ রানা রাজশাহী নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়ার মো: খোদা বক্সের ছেলে। সে হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, রফিকুল ইসলাম দামকুড়া থানার নতুন মধুপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। সে দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি