পাকিস্তানের সঙ্গে ‘শতভাগ’ সম্পর্ক ছিন্ন করার দাবি সৌরভ গাঙ্গুলির


editor প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ /
পাকিস্তানের সঙ্গে ‘শতভাগ’ সম্পর্ক ছিন্ন করার দাবি সৌরভ গাঙ্গুলির

অনলাইন ডেস্ক : কাশ্মির নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের তিক্ত সম্পর্কের ইতিহাস অনেক পুরোনো। যার জের ধরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কও বদলে গেছে। এখন আর ক্রিকেটবিশ্বের বহুল প্রতিক্ষীত ভারত-পাকিস্তান লড়াই হর-হামেশাই দেখা মেলে না। তাদের দ্বৈরথ দেখতে অপেক্ষায় থাকতে হয় আইসিসি কিংবা এসিসির কোনো ইভেন্টের জন্য। দেশ দুটির সেই জলঘোলা সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে সম্প্রতি জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনায়।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগাম জেলার বৈসরণ উপত্যকায় কয়েকজন বন্দুকধারীর ভয়াবহ এক হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনায় পাকিস্তান সরাসরি জড়িত বলে দৃঢ় দাবি জানিয়ে আসছে ভারত। এরপরই তারা দেশটির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ছিন্নের মতো পদক্ষেপ নিয়েছে। পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানও। এই ইস্যুতে চুপ নেই ক্রিকেটাররাও। বিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেটের মহারাজাখ্যাত সৌরভ গাঙ্গুলিও তীব্র ক্ষোভ জানিয়েছেন।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া মন্তব্যে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিৎ। কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতি বছরই এমন ঘটনা ঘটতে থাকবে, এটি কোনো কৌতুক নয়। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা হবে না।’

তবে সৌরভ গাঙ্গুলি আলাদা করে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে কিছু বলেননি। সে হিসেবে দুই দেশের সম্পর্ক ‘শতভাগ’ ছিন্ন করা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কও না রাখার দিকে হাঁটতে পারে ভারত। সাধারণত দর্শক আগ্রহের কথা বিবেচনায় রেখেই বৈশ্বিক আসরগুলোতে একই গ্রুপে ফেলা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে। পেহেলগামের ঘটনা বৈশ্বিক আসরেও ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, বিসিসিআইয়ের তরফে আইসিসির কাছে চিঠি দেওয়া হতে পারে, যেন কোনো বিশ্বকাপেই আর পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে রাখা না হয়। শুধু আইসিসি নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও (এসিসি) চিঠি দিতে পারে বোর্ড। এশিয়া কাপেও ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে যাতে না রাখা হয়, সেই বিষয়ে আবেদন করতে পারে তারা। পেহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়েছে। তার প্রভাব পড়তে চলেছে ক্রিকেটেও।

এদিকে, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। এবার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কি না সেটা আইসিসির ওপরই নির্ভর করবে। এখন পরিস্থিতি কী সেটা আইসিসি ভালো করেই জানে।’