ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে দিল্লি অধিনায়ককে


editor প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ /
ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে দিল্লি অধিনায়ককে

অনলাইন ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রীতিমতো উড়ছিল দিল্লি ক্যাপিটালস। নিজেদের প্রথম চার ম্যাচের সবকটিতেই জিতে পয়েন্ট টেবিলের নেতৃত্বে ছিল অক্ষর প্যাটেলের দল। তবে গতকাল আসরে প্রথমবার হারের স্বাদ পেয়েছে তারা।

দলের হারের পর দুঃসংবাদ পেলেন অক্ষর। তাকে ১২ লাখ রুপি জরিমানা করেছে লিগ কতৃপক্ষ। মূলত স্লো ওভার রেটের কারণে এই শাস্তির মুখে পড়েছেন দিল্লির অধিনায়ক।

অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল রোববার আইপিএল আচরণবিধির ২.২২ ধারা ভেঙেছেন অক্ষর। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, মৌসুমে প্রথমবার ওভার-রেটে পিছিয়ে থাকলে সেই দলের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়।

এবারের মৌসুমে প্রথমবার এই অপরাধ করেছেন অক্ষর। তাই নূন্যতম শাস্তি পাচ্ছেন তিনি। পরবর্তী ম্যাচগুলোতে যদি একই ভুল করেন, তাহলে বাড়বে তার জরিমানার অঙ্ক।

আইপিএলের এবারের আসরে স্লো ওভার রেটের কারণে জরিমানা করাটা ঘটনা এটাই প্রথম নয়। চলতি মৌসুমে এর আগে একই অপরাধে জরিমানা গুনেছেন মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার এবং রাজস্থান রয়্যালসের রিয়ান পারাগ ও সাঞ্জু স্যামসন।